নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে তামিমের বিদায়ের পর ইমরুল কায়েস ও সাব্বির রহমানের ব্যাটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশ। দুই জনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। তবে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সাব্বির (৩৮)। এরপরই বড় ধরণের ধস নামে বাংলাদেশের ব্যাটিংংয়ে।
সাব্বিরের বিদায়ের পর গত ম্যাচের মতো মাহমুদউল্লাহ খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত ১ রান করে ফার্গুসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। টিকে থাকতে পারলেন না গত ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান সাকিবও। ২ রান করে ফিরে যান গত ম্যাচের আরেক হাফ-সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেন। এখানেই থেকে থাকেনি দারুণ খেলতে থাকা ইমরুলও (৫৯) ফিরেছেন একটু পরে। ১০৫ থেকে ১৩৬ রানে ৫ উইকেট হারিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। বর্তমানে ক্রিজে রয়েছেন তানভীর হায়দার ও নুরুল ইসলাম সোহান।
এর আগে, নেইল ব্রুমের অপরাজিত ১০৯ রানের ওপর ভর করে ২৫১ রান করে নিউজিল্যান্ড। এছাড়া গত ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথাম ২২ ও লুক রঞ্চি ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে মাশরাফি ৪৯ রানে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া দুটি করে উইকেট দখলে নেন তাসকিন ও সাকিব।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব