নিজেই বলেছেন চলতি বছরটা স্বপ্নের মত কেটেছে তাঁর। সেই সঙ্গে জানিয়েছেন ২০১৬ সালে যা যা অর্জন করেছেন তার থেকে বেশি আর কিছু চাওয়ার থাকতে পারে না! ক্রিশ্চিয়ানো রোনালদোর এমন সব মন্তব্যের সঙ্গে ভিন্নমত হওযারও কোন উপায় নেই। সত্যিই এই শেষ হতে চলা ২০১৬ সালটায় সাফল্যের নিরিখে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গিয়েছেন ‘সি আর সেভেন’।
কী ক্লাব জার্সিতে, কী জাতীয় দলের হয়ে, সবখানেই রোনালদো ক্রমশই হয়ে উঠেছেন উজ্বল। পর্তুগালকে ইউরো কাপে চ্যাম্পিয়ন করে প্রথমবার ফুটবলের মহা আসরে ট্রফি জিতিয়েছেন। রিয়েল মাদ্রিদকে এনে দিয়েছেন ১১ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। এরপরেও ব্যাক্তিগত স্বীকৃতিতেও ৩১ বছরের পর্তুগিজ মহাতারকা থেকেছেন অন্যদের ধরাছোঁয়ার বাইরে। এই ডিসেম্বরেই ‘ব্যালন ডি ওর’ বা চলতি সপ্তাহেই ‘সকার গ্লোব’ পুরস্কার পেয়েছেন বর্ষসেরা ফুটবলার হিসেবে। রোনালদো তাই বেশ খোশ মেজাজেই আছেন। এরইমধ্যে বুধবার নিজের ইনস্টাগ্রামে রোনালদো পোস্ট করেছেন একটা গাড়ির ছবি। বলাই বাহুল্য গাড়িটি তাঁর নিজেরই। একটা ঝকঝকে আনকোরা মার্সিডিজ!
এএমজিজিএলই মডেলের এই গাড়িটির ছবি দিয়ে সি আর সেভেন একটাই ক্যাপশন রেখেছেন ‘দ্য নিউ বিস্ট’। সত্যিই ১ লক্ষ ১৫ হাজার পাউন্ডের এই দৈত্যসম গাড়িটিকে দেখলেই মন ভরে যায়। আপাতত কয়েকদিনের বিশ্রাম রয়েছেন তিনি। তবে অনুশীলনে ঘাটতি নেই। গাড়ির ছবি পোস্ট করার ঘণ্টাখানেক বাদেই পর্তুগিজ মহাতারকা পোস্ট করেছেন রিয়েলের ডেরায় বল পায়ে গা ঘামানোর ছবিও।
চলতি সপ্তাহে রিয়েল মাদ্রিদের কোনও ম্যাচ নেই। তবে নতুন বছরের প্রথম সপ্তাহেই কোপা ডেল রে-তে সেভিয়া ও লা লিগায় রানাডার বিরুদ্ধে নামতে চলেছেন রোনালদোরা। তারই প্রস্তুতি সেরে নিচ্ছেন নতুন মার্সিডিজের গর্বিত এই মালিক।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৪