ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড়ই ফেলে দিয়েছে চীন। সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকা অস্কার ও কার্লোস তেভেজ যোগ দিয়েছেন চীনের ক্লাবে। এবার বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেও নজর দিয়েছে চীনের একটি ক্লাব।
সম্প্রতি রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস জানালেন, রোনালদোকে নিজেদের দলে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাবও দিয়েছে চায়নিজ সুপার লিগের একটি ক্লাব। তাকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি চীনের ক্লাবটি। আর সত্যিই চীনে গেলে রোনালদো পারিশ্রমিক হিসেবে পাবেন বছরে ১০০ মিলিয়ন ইউরো।
তবে চারবারের বর্ষসেরা ফুটবলার যে কোনোভাবেই চীনে যাবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন মেন্ডেস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টাকাটাই সব কিছু না। স্প্যানিশ ক্লাবটাই (রিয়াল মাদ্রিদ) রোনালদোর ভালোবাসা।’
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩