তামিম ইকবাল ও ইমরুল কায়েসের শতরানের ওপেনিং জুটির পরও কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ। কারণ দলীয় ১০২ রানে প্রথম উইকেট হিসেবে ইমরুলের বিদায়ের পর সাজঘরে ফিরে গেছেন প্রথম সারির সব ব্যাটসম্যান।এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান।
এখন দুই অপরাজিত ব্যাটসম্যান হলেন উইকেট-কিপার ব্যাটসম্যান নুরুল হোসেন সোহান ও অধিনায়ক মাশরাফি বিম মোর্তুজা। নুরুল হোসেন সোহান ১১ রানে ও মাশরাফি ৬ রানে অপরাজিত আছেন।
প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে সেটি কম অর্জন হবে না বাংলাদেশের জন্য।
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত স্বাগতিক দলের বিপক্ষে ১৫টি ওয়ানডে ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পরাজয়ের বৃত্ত ভাঙার সুযোগ সফরকারীদের সামনে।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২১