প্রায় দু’বছর পরে পাকিস্তান ক্রিকেট দলে ফিরলেন উমর আকমল। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের মার্চে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। ২০১৭ সালে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে ১৫ জনের দলে সুযোগ দেওয়া হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমলকে।
পাক নির্বাচক কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার পরিবেশ ও ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করেই দল বাছাই করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে উমর আকমল অনেক রান করেছে। তাই তাকে ফিরিয়ে নেওয়া হল।’ ব্রিসবেনে ১৩ জানুয়ারি শুরু হবে একদিনের সিরিজ। বাকি ম্যাচগুলি হবে মেলবোর্ন, পার্থ, সিডনি ও অ্যাডিলেডে।
পাকিস্তানের ১৫ জনের দলে রয়েছেন আজহার আলি, শেরজিল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, মহম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মহম্মদ নওয়াজ, মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, রাহাত আলি ও মহম্মদ ইরফান।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৮