পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের জন্য একাদশ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় তৃতীয় টেস্টে একাদশে পরিবর্তন আনা হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৪৫০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে অলরাউন্ডার হিল্টন কার্টরাইটের।
তৃতীয় টেস্টের স্কোয়াড থেকেই বাদ পড়া নিক ম্যাডিসনের জায়গায় খেলবেন ২৪ বছর বয়সী কার্টরাইট। আগের ম্যাচে দলে থাকলেও যার একাদশে সুযোগ মেলেনি। এদিকে, পেসার জ্যাকসন বার্ডকে একাদশের বাইরে নিয়ে গেছেন দলে ফেরা স্পিনার স্টিভ ও’কিফি।
মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। পাকিস্তানের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ!
এদিকে, এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসা পাকিস্তান মিসবাহ উল হক হতাশায় দ্বিতীয় ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। সুতরাং সিডনি টেস্টে ফলাফল পক্ষে না গেলে ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন ৪৩ বছরে পা দিতে যাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, হিল্টন কার্টরাইট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, স্টিভ ও’কিফি, জস হ্যাজেলউড, নাথান লিওন।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব