পর্তুগালকে ইউরো কাপ এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়ে চারবার ব্যালন ডিওর সম্মান ছিনিয়ে নিলেও মেসি’র ছায়া থেকে এখনও নিজেকে মুক্ত করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোমবার মিশরের একটি বেসরকারি চ্যানেলে রোনালদো জানিয়েছেন, ছেলে কে স্কুলের বন্ধুরা এই বলে উত্যক্ত করে চলেছে যে, তার বাবার চেয়ে মেসি অনেক বড় মাপের ফুটবলার!
রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, 'স্কুলে ওকে প্রায়শই কিছু বাচ্চা এই বলে খেপাচ্ছে যে, তোমার বাবা রোনালদোর চেয়ে মেসি অনেক বড় মাপের তারকা। ও সেটা মেনে নিতে পারছে না।'
তবে ছেলে জুনিয়র ক্রিশ্চিয়ানো কে হতাশ হতে নিষেধ করেছেন তিনি। 'ওকে বলেছি, যে বাবা কে তুমি আজকের এই জনপ্রিয়তার শীর্ষে দেখতে পাচ্ছ, তার জন্য অনেক লড়াই করতে হয়েছে। তাই ভেঙে না পড়ে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে শেখ।'
রোনালদো আরও বলেছেন, 'সমস্ত মানুষ তো আমার সাফল্যে খুশি হতে পারেননি। কিন্তু সেই ঈর্ষাকাতর মানুষদের প্রাধান্য দিতে যাব কেন? পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। ছেলে আমার কথা বুঝেছে।'