জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ধারা বইছেই। সবশেষ সোমবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল। প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডের দলের এটা টানা ষষ্ঠ জয়।
ম্যাচের পঞ্চদশ মিনিটে ইংলিশ ডিফেন্ডার ফিল জোনসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার সোফিয়ানি ফিগুলি। ফলে ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট হ্যাম।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম গোলটি করেন হুয়ান মাতা। ৬২তম মিনিটে বাঁ-দিক থেকে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডের কাটব্যাক পেয়ে জোরালো শটে বল জালে পাঠান স্পেনের মাতা। ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করে ফেলেন ইব্রাহিমোভিচ।
এই নিয়ে শেষ ১০ ম্যাচে ৯ গোল করলেন ইব্রাহিমোভিচ। এবারের লিগে তার মোট গোল হলো ১৩টি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এই সুইডিশ তারকার গোল ১৮টি।
ইপিএলে গোলদাতার তালিকার শীর্ষে থাকা চেলসির দিয়েগো কস্তার গোল ১৪টি। এই জয়ের পর ২০ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট হলো ৩৯।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম