শ্রীলঙ্কার বিপক্ষে কেপটাউন টেস্টে ডিন এলগারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে প্রোটিয়ারা।
নিউল্যান্ডসে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একদিক আগলে রেখে ব্যাটিং করে যান এলগার। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত সুরাঙ্গা লাকমালের বলে আউট হওয়ার আগে ২৩০ বলে ১৫টি চারের সাহায্যে ১২৯ রান করেন তিনি।
৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কুইন্টন ডি কক। ১৬ রানে আছেন কাইল অ্যাবোট। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লাহিরু কুমারা। দুই উইকেট পেয়েছেন লাকমাল আর রঙ্গনা হেরাথ একটি উইকেট লাভ করেছেন।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম