কোন দুটি দেশের মধ্যে প্রথম টেস্ট হয়েছিল? জানলে অবাক হবেন। সেই দুটি দেশ এখন ক্রিকেটের সঙ্গে নেই। অথচ ১৮৪৪ সালে সেই দুটি দেশের মধ্যেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল।
সেপ্টেম্বরের ২৪-২৬ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। খেলাটি হয়েছিল নিউ ইয়র্কে। ম্যাচটি জিতেছিল কানাডা।
খেলাটা এখনকার টেস্ট ক্রিকেট ফরম্যাটের। দু' ইনিংসে খেলাটি হয়েছিল। কানাডা ম্যাচটি জিতেছিল ২৩ রানে। ম্যাচটি দেখার জন্য প্রায় দশ হাজার দর্শক উপস্থিত ছিলেন।