আলিম দার আন্তর্জাতিক ম্যাচে মাঠ আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন। তিনি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোয়ের্টজনের রেকর্ডও। আলিম তার পুরো ক্যারিয়ারে ৩৩১টি ম্যাচ মাঠে পরিচালনা করেছিলেন। তিনি ২০০৯, ২০১০ ও ২০১১ সালে আইসিসির সেরা আম্পায়ার নির্বাচিত হন। এছাড়া ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।
আলিম জানান, এই লক্ষ্যে আসতে পারবো তা কখনও ভাবিনি। এছাড়া মাঠে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস ও ওয়াসিম আকরামের মতো তারকাদের আম্পায়ারিংয়ের সময় দেখতে পারাটা ছিল সৌভাগ্যের। ২০০০ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিমের। এরপর প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে মোট ৪০৫টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে মাঠে ছিলেন ৩৩২ ও টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ৭৩টি ম্যাচে।
বিডি প্রতিদিন/এ মজুমদার