ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, তিনি ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্য সবার মতো ৬৫ বছর পর্যন্ত কোচিং করাবেন না তিনি। খবর বিবিসির।
ম্যানচেস্টার সিটির আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিউখের কোচ ছিলেন তিনি। সোমবার ৪৫ বছর বয়সী গার্দিওলা বলেন, আগামী তিন বছর কিংবা তার বেশি কিছু সময় আমি ম্যানচেস্টারে থাকবো। কিন্তু ৬০ কিং ৬৫ বছর বয়সে আমি কোচ হিসেবে বেঞ্চে বসে থাকতে পারবো না। বিদায়ের পর্ব এরইমধ্যে শুরু হয়ে গেছে বলেই মনে করি আমি।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা