ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের লজ্জা ভুলে টি২০ সিরিজে ফিরতে মরিয়া টাইগাররা। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট। টপ অর্ডারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ১৮০-১৯০ রান সংগ্রহের ইঙ্গিত দিয়েও তাদের সংগ্রহ মোটে ১৪১।
নেপিয়ারে তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই সেই পুরনো ব্যাটিং ধস। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান করে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা