নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে টাইগাররা হারলেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি বিন মর্তুজা। কারণ এদিন নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেললেন যে টাইগার দলপতি।
যদিও এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন আরও চার টাইগার ক্রিকেটার। ৫৭টি টে-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে এ তালিকায় সবার ওপরে মুশফিকুর রহিম। এর পরের তিনটি অবস্থানে রয়েছেন যথাক্রমে সাকিব আল হাসান (৫৪), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩) ও তামিম ইকবাল (৫২)।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব