ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার শচীন বেবী। আগামী ৫ জানুয়ারি প্রেমিকা আন্না ক্যান্ডিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে শচীন বেবী বেছে নিয়েছেন খেলার মাঠ। তবে শচীনের বিয়ের প্রস্তাবের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে একজন দর্শকও নেই। শুধু মাঠে একজন বোলার, বেঙ্গালুরুর জার্সি গায়ে সেই বোলার আর কেউ নন, শচীন বেবীর প্রেমিকা আন্না ক্যান্ডি। পিচে যাওয়ার আগে চোখাচোখি হলো বোলার আন্না ক্যান্ডি এবং ব্যাটসম্যান শচীন বেবীর। ব্যাট-বলের খেলা হয়েছে অল্প কিছুক্ষণ। যেখানে দেখা যায় আন্নার বলে উপড়ে যায় শচীনের উইকেট। এরপর উচ্ছ্বাস।
তারপরই রোমাঞ্চকর এক চিত্রনাট্য। বোলারের সামনে এসে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন ব্যাটসম্যান। তৈরি হয় অন্যরকম এক মুহূর্ত। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫