দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় স্বাগতিকরা। ৪৬ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কলিন মুনরো ও টম ব্রুস জুটি (১২৩ রান)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে কিউইরা। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমেছে টাইগাররা। প্রথম ওভারের চতুর্থ বলেই ইমরুল কায়েসের উইকেটটি হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং বেঁছে নেন অধিনায়ক মাশরাফি। ওভারের প্রথম বলেই আঘাত হানেন নিউজিল্যান্ড শিবিরে। রানের খাতা খোলার আগেই লুক রনকি মাশরাফির বলে মোসাদ্দেক হোসেন সৈকতের তালুবন্দি হন।
এরপর কলিন মুনরো আর অধিনায়ক কেন উইলিয়ামসন প্রতিরোধ গড়ে তোলেন। সাকিব বল হাতে এসেই ৪২ রানের এই জুটি ভাঙেন উইলিয়ামসনকে (১২) তামিমের তালুবন্দি করে। দলীয় ৪৬ রানে মোসাদ্দেক হোসেনের বলে সরাসরি বোল্ড হন কোরি অ্যান্ডারসন চার রান করে।
এরপর মুনরো টম ব্রুসকে নিয়ে ঝড় তোলেন। একের পর এক চার-ছক্কায় নিজের শতকটিও করে নেন মুনরো। ১২৩ রানের এই জুটি ভাঙেন রুবেল হোসেন। মাত্র ৫৪ বলে সমান ৭টি করে চার-ছয়ে ১০১ রান করা মুনরোকে দলীয় ১৬৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন রুবেল। এক বল পরেই তিনি কলিন গ্রানড্রমিকে সরাসরি বোল্ড করেন। শেষ ওভারে বল হাতে এসে প্রথম বলেই নিসামকে ফিরিয়ে দেন রুবেল। ওভারের পঞ্চম বলে রান আউটের ফাঁদে পড়েন সান্টনার।
প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতেই হবে শেষ টি ২০।
বিডি-প্রতিদিন/এস আহমেদ