ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিকে ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দলে ফিরেছেন সিনিয়র তারকা যুবরাজ সিং।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুই স্কোয়াডেই থাকছেন। ২০১৩ সালে সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা যুবরাজ সিংকে রাখা হয়েছে দুই ফরম্যাটেই। সম্প্রতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী নায়ক যুবরাজ। তারই ফলস্বরুপ ফের জাতীয় দলে ডাক পেলেন তিনি।
এছাড়া ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। আশিষ নেহারাকে রাখা হয়েছে টি-টোয়েন্টির স্কোয়াডে। পেসার জাসপ্রিত বুমরাহ, হারদিক পান্ডে এবং ভুবনেশ্বর কুমার খেলবেন দুই ফরম্যাটেই। এছাড়া স্পিনার হিসেবে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭