স্বাগতিক ম্যনচেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওয়েস্ট হ্যামকে বড় ব্যাবধানে হারিয়েছে। লন্ডন স্টেডিয়ামে শুক্রবার রাতে তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ৫-০ ব্যাবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে চতুর্থ রাউন্ডে উঠে গেল দলটি।
তুরে ম্যাচের ৩৩ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৪১তম মিনিটে প্রতিপক্ষের কল্যাণে ব্যাবধান বাড়ে। আত্মঘাতী গোলের কারণে স্কোরলাইন হয় ২-০। এর ২ মিনিট পরে রাহিম স্টার্লিংয়ের ক্রস থেকে দাভিদ সিলভা লক্ষ্যভেদ করেন। ৫০ তম মিনিটে ওয়েস্ট হ্যামের জালে আবারও বল জড়ান সের্হিও আগুয়েরো। এই গোল করে ম্যান সিটির ইতিহাসে এককভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান আগুয়েরো। সব প্রতিযোগিতা মিলে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৫৪টি।
বিডি প্রতিদিন/এ মজুমদার