বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে নিউ জিল্যান্ড সফরে আছেন ক্রিকেট সেনসেশন তাসকিন আহমেদ। কিন্তু মন পড়ে আছে দেশে। কারণ তার সবচেয়ে প্রিয় যে মানুষটি সেই মা-ই অসুস্থ। শনিবার তাসকিনের মায়ের সার্জারি করানো হবে।
এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তরুণ এ ক্রিকেটার। শনিবার সকালে দেয়া এক ফেসবুক পোস্টে তাসকিন লেখেন, আম্মুর জন্য সবাই দোয়া কইরেন... ওনার আজকে সার্জারি হচ্ছে। কিন্তু আমি পাশে নাই...আম্মু তোমাকে অনেক মিস করছি। তোমাকে অনেক ভালোবাসি।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা