বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) কর্তৃক আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুনার্মেন্ট ২০১৭- এ মাছরাঙা টিভিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রতিদিন। আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মেজবাহ-উল-হক। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
টানটান উত্তেজনার ম্যাচে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এসে শেষ বাশি বাজার ৭ মিনিট আগে হেড দিয়ে গোলটি করেন মেজবাহ। বাকি সময়টা দুই দলই আক্রমনাত্মক খেলে। তবে কোন পক্ষই বল গোলপোস্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুনার্মেন্টে ২৪টি দল অংশ নিয়েছে। আগামীকাল একই সময়ে বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে।
বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/হিমেল/এস আহমেদ