ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা (২৪৯) স্যার ববি চার্লটনকে ছুঁয়ে ফেলেছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। শনিবার রেডিংয়ের বিরুদ্ধে এফএ কাপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ড সাক্ষী হয়ে থাকল তার এই নতুন কীর্তির। তবে, চার্লটন ২৪৯ গোল করেছিলেন ৭৫৮ ম্যাচে। সেখানে রুনির লাগল ৫৪৩টি ম্যাচ।
ম্যাচের পর রুনি বলেছেন, ‘‘সম্মানিত বোধ করছি। স্যার ববি চার্লটনের পাশে আমার নাম থাকা গর্বের বিষয়।’’
রেডিং’কে চার গোলে হারিয়ে টানা আট ম্যাচে অপরাজিত ম্যান ইউ। রুনি ছাড়া জোড়া গোল করলেন র্যাশফোর্ড। আর একটি গোল অ্যান্থনি মার্সিয়ালের।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব