কোরে অ্যান্ডারসনের ব্যাটিং তান্ডবের ফলে বাংলাদেশকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন কোরে অ্যান্ডারসন। বাংলাদেশের হয়ে তিন উইকেট দখল করেন রুবেল হোসেন।
উল্লেখ্য মাউন্ড মানুঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, নুরুল হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, জেমস নিশাম, কলিন মানরো, কোরে অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ব্ল্যান্ডেল, মিচেল স্ট্যান্টনার, বেন হুইলার, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৯