বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট জর্জর ক্যারিয়ারে যোগ হল আরেকটি নতুন মাত্রা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হাতে বল লেগে ভেঙে গেছে তার বুড়ো আঙুল। যার ফলে মাঠের বাইরে থাকতে হবে তাকে ৬ থেকে ৮ সপ্তাহ। হাতে ব্যান্ডেজ আর সেই সঙ্গে প্রচণ্ড ব্যথা নিয়েও হেসে দিয়ে তিনি বললেন, “ক্যারিয়ারে এটাই কেবল বাকি ছিল, আঙুলের ইনজুরি…!”
ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয় বলে গুলির বেগে ড্রাইভ করেছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ডাইভ দিয়ে বলটি ফেরানোর চেষ্টা করেন মাশরাফি। কিন্তু তার হাতে লেগেই বল চলে যায় লং অফে। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।
ফিজিও ডিন কনওয়ে মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় মাশরাফি যখন মাঠেই ব্যথায় চিৎকার করে ওঠেন এবং মাঠ ছেড়ে যান, তখনই বোঝা হয়ে যায় যে, বেশ বড় ধরনের কিছু একটা ঘটেছে। আর হাসপাতালে স্ক্যানেও ধরা পড়ল তেমন কিছুই।
এরপর মাশরাফি জানালেন, “ডান হাতের বুড়ো আঙুলের ওপর পাশটা ভেঙে আলাদা হয়ে গেছে। খারাপের মাঝেও ভালো এটা যে ইনজুরিটা হলো এখানে শেষ ম্যাচে। সামনেও আপাতত খেলা নেই। মার্চে শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচ আগে, ওয়ানডে পরে। আশা করি ততদিনে সুস্থ হয়ে যাবো।”
মাশরাফির মাঠে ফিরতে লেগে যাবে ৬ থেকে ৮ সপ্তাহ। তবে এর পরেও ভাল খবর এই যে, এর ভেতর বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই। মার্চে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন মাশরাফি বলে আশা করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২১