টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোরি এন্ডারসন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০টি ছক্কা ও ২টি চারে ৪১ বলে অপরাজিত ৯৪ রান করেন তিনি।
এই ইনিংস খেলার পথে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যান এন্ডারসন। এতে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮টি ছক্কা হাকিয়েছিলেন ম্যাককালাম। তাই প্রায় সাত বছর ধরে নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন ম্যাককালাম। এবার সেটি দখলে নিলেন এন্ডারসন।
ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ মালিক হলেও, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাকাঁনোর তালিকায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইলের সাথে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন এন্ডারসন। ১০টি করে ছক্কা আছেন গেইল ও এন্ডারসনের।
আর টি২০ ইতিহাসে বিশ্বের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাকিয়ে রেকর্ড বইয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ১৪টি ছক্কা হাকিয়েছিলেন তিনি। তার ওই ইনিংসে ১১টি বাউন্ডাারিও ছিল। ফলে ওই ম্যাচে ৬৩ বলে ১৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিঞ্চ।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম