সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। মধ্যাহ্ন ভোজের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
জানা যায়, ক্রিকেট বিশ্ব সাদা পোশাকে এমন মাইলফলক দেখলো ৪১ বছর পর। আর এমন কীর্তি টেস্ট ইতিহাসে এর আগে মাত্র চারজনই করতে পেরেছিলেন। সর্বশেষ ১৯৭৬ সালে পাকিস্তানী ব্যাটসম্যান মাজিদ খান লাঞ্চের আগে তিন অঙ্কের ঘরে পৌঁছান। এছাড়া সর্বপ্রথম ১৯০২ সালে সাবেক অস্ট্রেলিয়ান ভিক্টোর ট্রাম্পার এই কীর্তি গড়েছিলেন। ১৯২৬ সালে করেছিলেন আরেক অজি শার্লি ম্যাকারটিনি। আর ১৯৩০ সালে সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের ব্যাটে সেঞ্চুরি হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার