বাতাসের সঙ্গে যোগ হয়েছে মেঘলা আকাশ। আবহাওয়ার মত টসও পক্ষে গেছে স্বাগতিকদের। টস জিতে নিউজিল্যান্ড অনুমিতভাবেই নিয়েছে বোলিং। তাদের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ইমরুল (১) দ্রুতই আউট হয়ে গেছেন। তবে পাল্টা আক্রমণ করে ৫০ বলে ৫৬ রানের ঝরো ইনিংস খেলে বিদায় নিয়েছেন তামিম ইকবাল।
দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হক ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। গড়ে তোলে অর্ধশত রানের জুটি। তবে এরপরই বাগড়া দেয় বৃষ্টি। ফলে খেলা আবারও বন্ধ হয়ে যায়।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বৃষ্টি বাধার পর প্রায় তিন ঘণ্টা পর আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৫৮ ও রিয়াদ ২৩ রানে ব্যাট করছেন।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম