দিনাজপুরে ১০তম শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় নেপাল ক্রিকেট একাডেমি ও দিনাজপুরের এবিসি স্পোর্টস অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্টপোষকতায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে টুর্নামেন্টে নেপালের একটি ক্রিকেট দলসহ স্বাগতিক দিনাজপুর, রাজশাহী, রংপুর এবং ঠাকুরগাঁও জেলা থেকে ৮টি দল অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ