দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা নিজের দেশের হয়ে অষ্টম ও বিশ্বের ৬৫তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন। সেই সঙ্গে নিজের শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই এই কৃতিত্ব অর্জন করেন তিনি। হেরাথের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ২৬ তম সেঞ্চুরিটি সম্পন্ন করেন। ১৭০ বলের এই ইনিংসে তিনি ১৪ টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
১০০তম টেস্টে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটসম্যান হলেন হাশিম আমলা। আমলা বাদে বাকি ব্যাটসম্যানরা হলেন কাউড্রে, মিয়াঁদাদ, স্টুয়ার্ট, ইনজামাম, পন্টিং, স্মিথ।
উল্লেখ্য ২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে এই ডান-হাতি ব্যাটসম্যান এই টেস্টের আগ পর্যন্ত ৯৯ টেস্ট খেলে ১৬৮ ইনিংসে ৭৬৬৫ রান করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২