ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নেন মুমিনুল। মুমিনুল ৬৪ রান করে সাজঘরে ফিরে গেলে দিনের শুরুতেই বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগে। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অর্ধশতকের ওপর ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
খারাপ আবহাওয়ায় সত্ত্বেও ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বোলারদের ভালোভাবেই মোকাবিলা করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের ভালোভাবেই জানান দিয়েছিল টাইগাররা। প্রথম দিন শেষে বাংলাদেশে করেছিল তিন উইকেট হারিয়ে ১৫৪ রান।
দ্বিতীয় দিনেও মুমিনুল ও সাকিব আল হাসান সতর্ক ভাবেই খেলা শুরু করেছিলেন। কিন্তু ৪৪তম ওভারের তৃতীয় বলে মুমিনুল আউট হয়ে যান। টিম সাউদির দুর্দান্ত এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬৪ রান করে সাজ ঘরে ফিরে যান তিনি।
এখন শুরুর ধাক্কা সামলে নিয়ে দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিবের দায়িত্বশীল ব্যাটিং এর ওপর ভর করে এগিয়ে যাচ্ছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮১ ওভারে চার উইকেট হারিয়ে ২৯৪ রান। সাকিব ৭৪ ও মুশফিক ৭০ রানে ব্যাট করছেন।
উল্লেখ্য প্রথম দিনে তামিম অর্ধশতক করেন। তিনি খেলেন ৫০ বলে ৫৬ রানের দারুণ একটি ইনিংস। ইমরুল ১ ও মাহমুদউল্লাহ ২৬ রান করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬