ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নেন মুমিনুল। মুমিনুল ৬৪ রান করে সাজঘরে ফিরে গেলে দিনের শুরুতেই বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগে। সেই হতাশা কাটিয়ে অনবদ্য সেঞ্চুরি হাকিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব-মুশফিক।
কিউইদের বিপক্ষে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে অনুজ্জ্বল ছিল বাংলাদেশি ব্যাটসম্যারা। কিন্তু টেস্ট ফরম্যাটে এসেই যেন বদলে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওয়েলিংটনে দুই দিন ধরে অসাধারণ ব্যাট করছে টাইগাররা। দ্বিতীয় দিনে লাঞ্চের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। এরপরই সেঞ্চুরি আসে মুশফিকের ব্যাট থেকে।
১৫০ বলে ১০০ রানে পৌঁছান সাকিব। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতরান। এর আগে টিম সাউদিকে চার হাঁকিয়ে ক্যারিয়ারের ২০তম অর্ধশতকে পৌঁছান তিনি। ৮৬ বলে ৫০ রানে পৌঁছান এই বাঁহাতি।
একই সাথে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২ হাজার ৯২৯ রান নিয়ে ওয়েলিংটন টেস্ট শুরু করেছিলেন সাকিব। মিচেল স্যান্টনারের বলে এক রান তাকে পৌঁছে দেয় ৩ হাজারের মাইলফলকে।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮৫ বল খেলে ১০৯ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। এর আগে মিচেল স্যান্টনারকে ৪ হাঁকিয়ে নিউজিল্যান্ডে প্রথমবারের মত হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। ১০২ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করতে ৭টি বাউন্ডারি হাঁকান বাংলাদেশের অধিনায়ক। আশ্চর্য হলেও সত্য যে, দেশটিতে আগের ৬ ইনিংসে সব মিলিয়ে ৫০ রান করেছিলেন তিনি! নিউজিল্যান্ডে মুশফিকের আগের তিন টেস্টে ৬ ইনিংসের রান হলো ৭, ৬, ৮, ০, ৭, ২২!
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হাবিবুল বাশার সবার আগে এই মাইলফলকে পৌঁছান। তার পরে কেবল ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই তালিকায় এবার যোগ দিলেন সাকিবও।
বিডি-প্রতিদিন/এস আহমেদ