ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষেও নিজেদের আধিপত্য ধরে রাখল বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে এখনও ৩০৩ রানে এগিয়ে টাইগাররা। তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রান করেছে নিউজিল্যান্ড। টম ল্যাথাম ১১৯ ও হেনরি নিকোলস ৩৫ রানে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় দিনের ৫৪২ রানের সঙ্গে আরও ৫৩ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি করেন সাব্বির রহমান। জবাবে ব্যাটিং করতে নেমে ভালো জবাব দিয়েছে স্বাগতিকরাও। ওপেনার ল্যাথামের শতক এবং অধিনায়ক কেইন উইলিয়ামসনের অর্ধশতকে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে ৫৪ রান হওয়ার পর রাভালকে ফিরিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি। রাভালের ক্যাচ নিয়ে টাইগারদের স্বস্তি এনে দেন ইমরুল কায়েস। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে এগুতে থাকেন টম ল্যাথাম।
এই জুটিতে আসে ৭৭ রান। তিন নম্বরে নেমে উইলিয়ামসন দারুন ব্যাট করছিলেন। তবে ব্যক্তিগত ৫৩ রানের মাথায় উইলিয়ামসনকে নিজের ক্যারিয়ারের প্রথম শিকার বানান তাসকিন। তার বলে স্লিপে ইমরুলের কায়েসের হাতে ধরা পড়েন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের রান তখন দুই উইকেট হারিয়ে ১৩১।
এরপর চতুর্থ উইকেটে আবারও জুটি গড়েন রস টেলর ও ল্যাথাম। তৃতীয় উইকেট জুটিতে এই দুজন ৭৪ রান তোলেন। ৫১ বলে ৪০ রান করা টেলরকে ফেরান রাব্বি। এরপর হেনরি নিকোলসকে নিয়ে আরও ৮৭ রান যোগ করেন ল্যাথাম।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২