রবিবার পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত বিরাট কোহলির অধিনায়কত্ব। কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির দায়িত্ব টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
তবে দলের উন্নতির জন্য দু’জনেই একসঙ্গে কাজ করবেন বলে জানালেন বিরাট। অধিনায়কত্বের দায়িত্ব সরে যাওয়ায় স্বাধীন মনে খেলতে পারবেন সাবেক এই অধিনায়ক। এমনটাই মনে করছেন কোহলি। শনিবার তিনি বলেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীন্ভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতর ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনও বিষয়ে বিশেষ করে ডিআরএস নিয়মের ক্ষেত্রে মাহির অভিজ্ঞতা কাজে আসবে।’
তিন ফর্ম্যাটেই এখন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এই বিষয়ে তিনি বলেন,‘তিন ফর্ম্যাটে দেশের অধিনায়ক হতে পারাটা খুবই গর্বের। আমার কাছে এটা সেরা উপহার। এই দায়িত্ব আমি উপভোগ করব। আর ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে জিততে গেলে আমাদের উইকেট নেওয়ার দিকে নজর দিতে হবে’
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪