আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। তবে তার আগে বছরের প্রথম থেকেই শুরু হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে দলের খেলোয়াড়দের তালিকাও। দলে ফিরেছেন দলের পুরনো তারকা পেসার লক্ষ্মীপতি বালাজি। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি নিজে কেকেআর-এর হয়ে খেলেছেন।
গৌতম গম্ভীর সম্প্রতি এই নিয়ে একটি টুইট করেন। দলের কোচ হিসেবে এবার থাকছেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস। তবে কেকেআর এবার পাচ্ছে না পাকিস্তানি তারকা ওয়াসিম আকরামকে।
কলকাতা নাইট রাইডার্সের দল: গৌতম গম্ভীর(অধিনায়ক), রবিন উথাপ্পা(উইকেটরক্ষক), মনীশ পান্ডে, সাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, উমেশ যাদব, শেলডন জ্যাকসন, ক্রিস লিন, পীযূষ চাওলা, অঙ্কিত রাজপুত ও সুনীল নারাইন।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব