৮৭ রানের অপরাজিত জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেছিলেন সেঞ্চুরিয়ান টম ল্যাথাম ও হেনরি নিকলস। চতুর্থ দিনে এই জুটিতে আরও ৫৫ রান যোগ হওয়ার পর দিনের প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫৩ রানে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর কলিন ডি গ্রান্ডহোমকে ১৪ রানেই ফিরিয়ে দেন শুভাশিষ রায়। এটি টেস্টে তার প্রথম উইকেট।
তবে আগের দিনের মতো সফরকারীদের ভালো কিছুর পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন ল্যাথাম। দলীয় ৩৯৮ এবং ব্যক্তিগত ১৭৭ রানে কিউই এই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে টাইগারদের উল্লাসে মাতান সাকিব। একই সঙ্গে স্বস্তি এনে দেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৩৯৯ রান।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের সেঞ্চুরির ওপর ভর করে ৫৯৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব