ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাবে চতুর্থ দিনে ৫৩৯ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করা মুশফিকুর রহিমের দল আজ রবিবার স্বাগতিকদের গুটিয়ে দিয়েছে ৫৩৯ রানে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির পর টেস্টেও সেঞ্চুরি তুলে নেয়া টম লাথামকে ১৭৭ রানের মাথায় বিদায় করেন সাকিব আল হাসান। তবে শেষদিকে সান্টনারের ৭৩ রানের ইনিংস বাংলাদেশকে বড় লিড থেকে বঞ্চিত করেছে।
শেষ পর্যন্ত তাকে বোল্ড করে দলকে ৫৬ রানের লিড এনে দেন শুভাশীষ রায়। এর আগে দেশের মাটিতে দুই বার নিউ জিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের সেরা বোলার কামরুল ইসলাম রাব্বি (৩/৮৭)। এছাড়া দুটি করে উইকেট নেন মাহমুদউল্লাহ (২/১৫), সাকিব আল হাসান (২/৭৮) ও শুভাশীষ রায় (২/৮৯)।
২৯ ওভারে ১৪১ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন আহমেদ। সবচেয়ে বেশি ৩৭ ওভারে ১১৬ রান দিয়ে উইকেটশূন্য মেহেদী হাসান।
এর আগে দ্বিতীয় সেশনে চা পানের বিরতির পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বী। ১৪০তম ওভারে তার তৃতীয় শিকার হন নেইল ওয়াগনার। ১৮ রান করে উইকেটে দাঁড়ানো ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
দিনের শুরুতে স্বাগতিক নিউজিল্যান্ড প্রতিপক্ষ বোলারদের চাপে রেখে খেলতে শুরু করছিল। তবে সাকিব-শুভাশীষের পর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে অনেকটা চালকের আসনে আছে সফরকারীরা।
দারুণ এক ওভারে ২ উইকেট নিয়ে দলকে লিড নেয়ার পথে নিয়ে যান মাহমুদউল্লাহ।
বোলিংয়ে এসেই নিউজিল্যান্ডের উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ফেরান মাহমুদউল্লাহ। লেগ স্টাম্পের অনেক বাইরে শর্ট বল সজোরে হাঁকাতে গিয়ে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি।
চমৎকার এক ডেলিভারিতে দ্বিতীয় উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার। এলবিডব্লিউ হয়ে ফেরেন টিম সাউদি।
এর আগে ৯৪তম ওভারে সাকিবের বলে নিকোলাস এবং ৯৮তম ওভারে শুভাশীষের বলে কলিন আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।
রবিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শুরুতে বৃষ্টির বাধার মুখে পড়লেও কিছুক্ষণের মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তখন পাঁচ মিনিটের মাথায় খেলা শুরু করেন আম্পায়াররা।
এর আগে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭), মুশফিকুর রহিমের সেঞ্চুরির (১৫৯) ওপর ভর করে বাংলাদেশ ৫৯৫ রান করেই ইনিংস ঘোষণা করে।
শুক্রবার ওয়েলিংটনে ঘটনাবহুল একটি দিন পার করেছিল বাংলাদেশ। বেশ কিছু অর্জনের মধ্য দিয়ে সাকিব-মুশফিকরা নিজেদের ঝুলিটাকেও সমৃদ্ধ করেছেন। শনিবার ম্যাচের তৃতীয় দিনে বেশ সতর্কভাবেই শুরু করেছিলেন তারা।
সকালে পেসার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে সাব্বির রহমান বেশ স্বাচ্ছন্দ্যেই খেলে যাচ্ছিলেন নিউজিল্যান্ড বোলারদের। কিন্তু ১৪৪তম ওভারে তাসকিন ফিরে যান ব্যক্তিগত ৩ রানের মাথায়।
তারপরও সাব্বির সাবলীলভাবে খেলে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। তিনি ৮৬ বলে ৫৪ রান করেন। তাকে যোগ্য সাপোর্ট দিয়ে পেসার কামরুল ইসলাম রাব্বি ২১ বল খেলে ৬ রান করেন। সাব্বিরের হাফ সেঞ্চুরির পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৫৯৫ রানে। ১৫২ ওভার খেলে আট উইকেট হারিয়ে এই রান করে তারা।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম