মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয় বিরাট কোহলিকে। আর প্রথম ওয়ানডেই দলের বিপদের মুখে দাঁড়িয়ে ১২২ রানের এক দুর্দন্ত ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন ম্যাচটি। তার ১০৫ বলের ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ৫টি ছয়ের মার।
রবিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ৩৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেট জুটিতে কেদার জাদবের সঙ্গে ২০০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন কোহলি। কোহলির সেঞ্চুরির পর সেঞ্চুরি করেন জাদব।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব