সহ-অধিনায়ক থেকে টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেলেন বিরাট কোহলি। এতে স্থায়ী অধিনায়ক হিসেবে ওয়ানডেতে পথচলা আরও মসৃন হলো কোহলির।
সিরিজের আগে কাগজে-কলমে ছিলেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক। সম্প্রতি ধোনি সেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় ‘মওকা’ পেয়ে গেলেন টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার। জয় দিয়েই তা স্মরণীয় করে রাখলেন তিনি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রানের পুঁজি সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৮.১ ওভারে (১১ বল হাতে রেখেই) ৭ উইকেট খুইয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া।
লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে হতাশ করেছেন টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ৬৩ রান তুলতেই নেই ৪ উইকেট! একে প্যাভিলিয়নের পথ ধরেন শিখর ধাওয়ান (১), লোকেশ রাহুল (৮), যুবরাজ সিং (১৫) ও ধোনি (৬)। তাই গুরুদায়িত্বটা নিজ কাঁধেই তুলে নিলেন কোহলি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তুলে নিলেন বীরোচিত এক সেঞ্চুরি। বেন স্টোকসের শিকার হওয়ার আগে ১০৫ বলে ১২২ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন কোহলি। ৮টি চারের সঙ্গে তার মুগ্ধকর ইনিংসে ছিল ৫টি ছক্কার মার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ