বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কার্নিভালের 'ফুটসেল' ইভেন্টে ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভলপমেন্টকে (ইডব্লিউপিডি) টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মিডিয়া। আজ বৃহস্পতিবার এ ইভেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় ১-১ গোলে সমতা নিয়ে ম্যাচটি শেষ হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। টাইব্রেকারে মিডিয়া পাঁচটি গোল করে। অন্যদিকে ইডব্লিউপিডি চারটি গোল করে। ফলাফলে ৬-৫ গোলে জয় পায় মিডিয়া। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছয়টি প্রতিষ্ঠান মিলে মিডিয়া দলটি গঠিত।
আগামী ২২ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ