দারুণ ছন্দে আছে টিম অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ পুনরুদ্ধার স্মিথের দল। কিন্তু এখানেই ক্ষান্ত হতে চান না স্বাগতিকরা। অজিদের লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা। আর তারই জের ধরে ইতোমধ্যে মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সি ডে টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
মেলবোর্নে ভাবা হয়েছিল বিশ্রাম দেওয়া হতে পারে স্টার্ককে। তবে শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। কারণটাও বেশ যৌক্তিক। সর্বশেষ পার্থ টেস্টে ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সকে আউট করে 'একবিংশ শতাব্দীর সেরা'র ডেলিভারির স্বীকৃতি এখন তার দখলেই। তাই বলাই যায়, সফরকারীদের হোয়াইটওয়াশ করতে কোনো ছাড় দেবে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথান লায়ন, জ্যাকসন বার্ড।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ