এখনও বাকি দুইটি টেস্ট। কিন্তু তার আগেই ঐতিহ্যের অ্যাশেজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। শুধু অ্যাশেজ খোয়ানোই নয়, ইংল্যান্ডের ভয় এখন হোয়াটওয়াশ হয়ে যাওয়ার।
এরই মধ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ট্রোল করে একটি ছবি টুইট করেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন। পোস্ট করা নিজের সেই টুইটের ক্যাপশনে পিটারসেন লেখেন, ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’।
এর পরই ক্রিকেট সমর্থকরা পিটারসেনের সেই টুইটের বিরোধিতা করে একের পর এক টুইট করতে থাকেন। এক জন লেখেন, “তোমার প্রতি শ্রদ্ধা ছিল কেপি। কিন্তু, তুমি দেখিয়ে দিলে সবটাই চটকদার! কী ভাবে আবার ইংল্যান্ডের অধিনায়ক হতে চান আপনি?”
আর এক জন লেখেন, “দয়া করে তার মনোবল দুর্বল করবেন না, উনি এক জন বিশ্বমানের ক্রিকেটার। এই ফলাফল থেকে উনি শিখবেন।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর