এবার কোচবিহার ট্রফি। রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয় এনে দিলেন অর্জুন টেন্ডুলকর। এক ইনিংস ও ১০৩ রানে ম্যাচ জিতে নিল মুম্বাই। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গেই প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এল ২১ রান।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই। প্রথমে ব্যাট করে রেলওয়েজের সামনে ৩৯০ রানের লক্ষ্যমাত্রা রাখে অর্জুনের দল। মুম্বাইয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করেন ভুপেন্দ্র জয়সোয়াল। জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজ ১৫০ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে এ বশিষ্ঠের ৩০ রানে ৮ উইকেটের দৌলতে রেলওয়েজকে ফলোঅন করায় মুম্বাই। আর দ্বিতীয় ইনিংসে বাজিমাত অর্জুনের।
দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়। অর্জুন থামে ৪৪ রান দিয়ে পাঁচ উইকেটে। প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অর্জুন। বল হাতে বাজিমাত অর্জুনের এটাই প্রথম নয়। দু’সপ্তাহ আগেই মধ্যপ্রদেশের বিরুদ্ধেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ম্যাচ ড্র হয়ে গিয়েছিল। আসামের বিরুদ্ধেও চার উইকেট নিয়েছিলেন অর্জুন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর