বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন অসুস্থ হয়ে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারত সফর শেষে মঙ্গলবার খুলনায় ফিরেই তিনি হাসপাতালে ভর্তি হন। পেটে ব্যাথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু।
এদিকে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিডনিতে ব্যথা অনুভব করায় সালমা জরুরি বিভাগে ভর্তি হলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখে জানিয়েছেন, ইনফেকশন হতে পারে। সে জন্য কয়েকটি টেস্ট করানো হয়েছে। ফলাফল পেলে নির্দিষ্ট করে বলা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর