ইংল্যান্ডের লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে লিচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
ওয়েস্ট হ্যামকে হারিয়ে শেষ চারে উঠেছে আর্সেনালও।
মঙ্গলবার রাতে লেস্টারের মাঠে কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জিতে ম্যানচেস্টার সিটি।
এদিকে কোয়ার্টারের অন্য ম্যাচে আর্সেনাল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে জিতে। প্রথমার্ধের শেষ দিকে ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাকের গোলে জিতে নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম