ভারতে বলিউড আর ক্রিকেটের রসায়ন বরাবরই জমজমাট। সম্প্রতি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেছেন ভারতের জাতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। এবার বলিউডের দুই বাঘা বাঘা তারকাকে হটিয়ে সবচেয়ে দামি ব্র্যান্ডের স্থান দখল করেছেন তিনি। সেই দুই তারকা আর কেউ নন, কিং খান শাহরুখ ও দীপিকা পাড়ুকোন!
শীর্ষে থাকা কোহলির ব্র্যান্ডের আর্থিক মূল্য ১৪৪ মিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৫৬ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা শাহরুখের ব্র্যান্ড মূল্য ১০৬ মিলিয়ন ডলার। ৯৩ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে দীপিকা।
ডাফ ও ফেলপস প্রকাশিত ভারতের সেরা ১৫ ব্র্যান্ডধারী তারকাদের তালিকায় আরও আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, পি ভি সিন্ধু, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সূত্র : বলিউড লাইফ
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা