দারুণ সময় পার করছে টিম অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই ৩-০ তে অ্যাশেজ ট্রফি নিশ্চিত করে এবার ইংলিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে চোখ রাখছে স্টিভেন স্মিথের দল। তবে গোড়ালির ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ছিটকে গেছেন দলটির স্পিডস্টার মিচেল স্টার্ক।
তার জায়গায় ডাক পেয়েছেন এক বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা জ্যাকসন বার্ড।
বাঁ হাতে গতির ঝড় তুলে তিন ম্যাচে ১৯টি উইকেট দখল করেছেন স্টার্ক। তাই বলাই যায়, মেলবোর্নে দলের সেরা পেসারকে ছাড়াই নামতে হবে অজিদের। সবশেষ মেলবোর্নেই পাকিস্তানের বিপক্ষে গত বছরের বক্সিং ডে টেস্টে খেলেছিলেন ৮ টেস্টে ৩৪ উইকেট নেওয়া এই ডানহাতি ফাস্ট বোলার।
মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বক্সিং ডে টেস্ট শুরু হবে। সিডনিতে একই সময়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ