সাদা পোশাকে ২০১৬ সালের জানুয়ারিতে শেষবার মাঠে নেমেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার আধিনায়ক ছিলেন তিনি। মাঝে দলের হাল ধরেন ডুপ্লেসিস। প্রায় দু’বছর পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন এবি ডি। আর মজার ব্যাপার হল, অধিনায়ক হিসেবেই কামব্যাক করছেন তিনি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে চার দিনের বক্সিং-ডে টেস্টে নিয়মিত অধিনায়ক ডুপ্লেসিসের খেলা অনিশ্চিত ছিল। প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসেও নিজের খেলার বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি। এমনিতে অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন কাঁধে চোট পাওয়া ডুপ্লেসিসকে মাঠে নামতে হত ফিটনেস টেস্টে পাশ করে। তাপ উপর গত সপ্তাহের ভাইরাল ইনফেকশনের জন্য অশক্ত শরীরে খেলতে নামা নিয়ে সংশয় দেখা দেয়।
এ ব্যাপারে ডুপ্লেসিস জানিয়েছিলেন, আগের সপ্তাহে তিনি বক্সিং-ডে টেস্ট খেলা নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত ছিলেন। তবে ম্যাচের আগের দিন সেই সম্ভাবনা কমে দাঁড়ায় ৬০ শতাংশে। আর শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, খেলছেন না ডুপ্লেসিস। তার জায়গায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিভিলিয়র্স।
আপাতত এক ম্যাচের জন্যই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ফিরছেন ডি ভিলিয়র্স। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ৫ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন ডুপ্লেসিস। দলে ফিরলে নেতৃত্বের দায়ভার বর্তাবে তার উপরেই।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ