তারকাবহুল পিএসজির অন্যতম একটি নাম কিলিয়ান এমবাপ্পে। ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করে চলেছেন এই ফরাসি তারকা। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোই ছির তার শৈশবের হিরো। তবে পিএসজিতে যোগ দেয়ার পর আর সেসব নিয়ে ভাবছেন না মোনাকোর সাবেক তারকা।
মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘সে (রোনালদো) আমার শৈশবের হিরো। ভালদেবেবেসে (রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড) সফর করার সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল অসাধারণ।’
যদিও গত ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মোটা অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছিল এমবাপ্পেকে। প্রস্তাবে রাজি হলে তিনি খেলতে পারতেন রোনালদোর সঙ্গে। তবে কিলিয়ান বেছে নেন পিএসজিকে।
এদিকে, একসঙ্গে খেলতে না পারলেও খুব শিগগিরই রোনালদো ও এমবাপ্পে একে অন্যের মুখোমুখি হবেন। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। সেখানেই শৈশবের নায়কের মুখোমুখি হবেন এমবাপ্পে।
এ ব্যাপারে পিএসজির ফরাসি তারকা বলেন, ‘আমি একজন লড়াকু এবং লড়াই করতে পছন্দ করি। আমি শুধু জিততে আর জিততে চাই। সুতরাং, আমাদের সামনে কে আছে সেটি কোনো ব্যাপার নয়। আমরা জিততে চাই।’
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ