অ্যাশেজে ২৪৪ রানের বদৌলতে টেস্ট ইতিহাসে আরেকটি রেকর্ড ভেঙেছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। 'ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস'সে ২২৩ করে রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের গ্লেন টার্নার। ১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে ওই রেকর্ড গড়েন টার্নার। ২০১৭ সালের শেষের দিকে এ রেকর্ড ভেঙে দিয়েছেন কুক।
কুকের রেকর্ড গড়া ইনিংসে মেলবোর্ন টেস্টে এখন চালকের আসনে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৯ উইকেটে ৪৯১ রান। লিড ১৬৪ রানের। কুকের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের স্বপ্ন ভেঙে গেল। ইংলিশ ওপেনারের এটি পঞ্চম ডাবল সেঞ্চুরি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা