উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য কঠিন প্রতিপক্ষ পিএসজি। আর এই লিগের শেষ ষোলোতে রিয়ালকে পেয়েছে পিএসজি। বাংলাদেশ সময় ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে আসবে পিএসজি।
ম্যাচটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৭৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৪৭১ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২৩৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৪১৮ টাকা।
পিএসজির তারকা নেইমার জানিয়েছেন রিয়ালের বিপক্ষের এই ম্যাচটি তাদের কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো। পিএসজির তরুণ তুর্কি কাইলিয়ান এমবাপ্পে জানিয়েছেন রিয়ালের মাঠে তারা ১ পয়েন্ট নিতেই আসবে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত