আগামী ৫ জানুয়ারি ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আর এরই মাঝে সুখবর এলো প্রোটিয়া শিবিরে। ভারতের বিপক্ষের প্রথম ম্যাচেই ফিরেছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার অধিনায়ক ফাপ ডু প্লেসিস ও স্পিড স্টার ডেল স্টেইন। প্রথম ম্যাচটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
সেখানে ইনজুরি কাটিয়ে জায়গা করে নিয়েছে দলের অন্যতম তারকা ক্রিস মরিসকেও। এছাড়া কুইন্টন ডি কক জিম্বাবুয়ের বিপক্ষের টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লেও তাকে দলে রাখা হয়েছে। আশা করা হচ্ছে ৫ জানুয়ারির আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
ফাপ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিওনিস ডি ব্রুইনি, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ে, ভারনন ফিলান্ডার, কাগিসু রাবাদা ও ডেল স্টেইন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ